বিপিএল : সবাইকে খুশি করা এক প্লেয়ার্স ড্রাফট
প্লেয়ার্স ড্রাফটই সব নয়। এরপরও খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে। তবে ফ্র্যাঞ্চাইজিদের স্থানীয় ক্রিকেটার নেওয়ার কাজটা মূলত ড্রাফট থেকেই হয়ে যায়। ড্রাফটের তালিকা থেকে নেওয়া হয় কিছু বিদেশি ক্রিকেটারও। আজ সোনারগাঁও হোটেলে হওয়া বিপিএলের সেই প্লেয়ার্স ড্রাফটের পর সব ফ্র্যাঞ্চাইজি মালিকের কথায়ই খুঁজে পাওয়া গেলে পছন্দমতো খেলোয়াড় নিতে পারার তৃপ্তি।
সফল ড্রাফটের আনন্দ রংপুরের
ড্রাফট শেষে রংপুর রাইডার্সের হয়ে ফ্র্যাঞ্চাইজির পরিচালক শানিয়ান তানিম বলেছেন, ‘এবারের ড্রাফট সফল। আমরা যেভাবে খেলোয়াড় নিয়েছি, আমার মনে হয় রংপুর রাইডার্স পূর্ণাঙ্গ একটা দলই গড়তে পেরেছে।’
বিপিএলের সময় আরও দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টি ও বিগব্যাশও চলবে। বিদেশি খেলোয়াড় পেতে তাই একটু কষ্টই হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। এ ক্ষেত্রে রংপুরের নীতিটা হলো পারতপক্ষে অল্প কিছু ম্যাচের জন্য বিদেশি খেলোয়াড় নেবে না তারা।
তামিমকেই নেতা মানছে বরিশাল
ড্রাফট থেকে নেওয়া ক্রিকেটারদের হিসাবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালই বেশি তারকাদীপ্ত। তামিম ইকবাল তো আছেনই, পুরোনো দুই তারকা মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহকেও ধরে রেখেছে বরিশাল। ‘এ’ শ্রেণির আরও দুই ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন এবং রিশাদ হোসেনকেও নিয়েছে তারা।
ড্রাফট শেষে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি ভালো দল গঠন করতে। এ বছর চারজন অধিনায়ক আমাদের দলে রয়েছেন। আমরা চেষ্টা করেছি গতবারের একটা প্রতিচ্ছবিও যেন দলে ফুটে ওঠে। গতবার যারা ছিল প্রায় সবাইকে আমরা নিয়েছি।’
সিলেটের ‘মেন্টর’ও হবেন মাশরাফি
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে রেখেই ড্রাফট থেকে ১১ জন স্থানীয় ক্রিকেটার নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে মাহিম মাজহার বলেছেন, ‘আমরা কৌশলগতভাবে একটা ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করেছি। আমাদের একটা অগ্রাধিকার তালিকা ছিল। সেই তালিকা ধরে যে খেলোয়াড়দের আমাদের নেওয়ার কথা ছিল একজন বাদে আমরা মোটামুটি দলটা সেভাবেই গড়তে পেরেছি। আমরা সন্তুষ্ট।’
চিটাগংয়ে ফেরার আনন্দ
বিপিএলের প্রথম দুই আসরের পর অনেকটা রাজনৈতিক কারণেই টুর্নামেন্টটা থেকে দূরে সরে যেতে হয় চিটাগং কিংসকে। এবার আবার তারা ফিরেছে।
ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরী আজ প্লেয়ার্স ড্রাফট শেষে তৃপ্তি নিয়েই বলেছেন, ‘আশা করি আমাদের দলটা চট্টগ্রামবাসীর পছন্দ হয়েছে। আমরা চেষ্টা করেছি একটা ভালো ভারসাম্যপূর্ণ দল দাঁড় করাতে।’
খুলনাকে নিয়ে বড় স্বপ্ন মিরাজের
গত বিপিএলে প্রথমবারের মতো ফরচুন বরিশাল খেলে বিপিএল শিরোপার স্বাদ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার আবার ফিরেছেন খুলনার হয়ে তাদের প্রথম বিপিএলে খেলা জাতীয় দলের এই অলরাউন্ডার। খুলনা সেবার রানার্সআপ হলেও খুলনা টাইগার্সকে নিয়ে এবার মিরাজের আশা—এবার তাদেরও শিরোপার স্বাদ পাইয়ে দেবেন তিনি।