You have reached your daily news limit

Please log in to continue


নিজের উত্তরসূরি হিসেবে ছেলেকে পরিচয় করিয়ে দিলেন অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ জানিয়েছেন, আমি আর নির্বাচন করব না। কোনো আসনেই করব না। সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কারণ সময় থাকতে দায়িত্ব হস্তান্তর করা ভালো। আজ আমি আমার বড় ছেলেকে আপনাদের সামনে নিয়ে এসেছি। সে আমেরিকা-লন্ডনে লেখাপড়া করেছে। গত ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে।

শনিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের বণিকপাড়া পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এ ঘোষণা দেন তিনি।

এ সময় বর্ষীয়ান রাজনীতিক অলি আহমদ তার নির্বাচনি এলাকা চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়ার আংশিক) আসনে দলীয় প্রার্থী হিসেবে ছেলে অধ্যাপক ওমর ফারুক সানিকে পরিচয় করিয়ে দেন। সানি এলডিপির প্রেসিডিয়াম সদস্য। অলি আহমদ বণিকপাড়া ছাড়াও উপজেলার যেসব মণ্ডপে যান, সেখানে ছেলেকে প্রার্থী হিসেবে তুলে ধরেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন