You have reached your daily news limit

Please log in to continue


চীন রাশিয়া মার্কিনিদের মধ্যে মুদ্রাযুদ্ধ আসন্ন!

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যেন জ্যামিতিক হারে বাড়ছে। বিষয়টি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে সাধারণ অর্থনৈতিক সূত্র কাজ করছে না বলে মনে হতে পারে। গত দশ বছরে ২৪ ক্যারেট সোনার মূল্য দ্বিগুণ হয়েছে যা অন্য কোনো পণ্যের ক্ষেত্রে ঘটেনি।

গত মঙ্গলবার (৮ অক্টোবর) এক আউন্স বা ২৮.৩৫ (প্রায়) গ্রাম খাঁটি সোনার দাম দাঁড়ায় ২,৬৩৬ ডলারে যা ২০১৪ সালে ছিল ১,২৬৬ থেকে ১,৩৭৯ ডলারের মধ্যে। ২০০১ সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়, সে বছরে সোনার আউন্স ছিল ২৭১ ডলার। কিন্তু গত কয়েক বছর ধরে বিশেষত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে মূল্যবান এই ধাতুটির দাম আকাশচুম্বী হতে শুরু করে।

অবস্থা যা হয়েছে, তাতে সাধারণ মানুষের পক্ষে সোনার গয়না কেনা দুঃসাধ্য হয়ে উঠেছে। এদিকে, ২০১৪ সালে তামার দাম ছিল টনপ্রতি ৬,৮৬৩ ডলার যা এ বছর ৮,৪৯০ ডলার হয়েছে। অর্থাৎ, তামার দাম বেড়েছে এক দশকে দেড়গুণ আর সোনার দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন