প্রিয়জনের চোখে চোখ রেখে কথা বলবেন কেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ১৮:৪২
চোখের নিজস্ব ভাষা আছে। চোখের মাধ্যমে আবেগ প্রকাশ করা সম্ভব। আপনি যখন প্রিয়জনের চোখে তাকিয়ে কথা বলবেন, তখন আপনার কথার যথার্থতা ও অনুভূতি আরও স্পষ্ট হয়ে ওঠে।
আসলে চোখে চোখ রেখে কথা বললে শ্রোতা বুঝতে পারে যে আপনি তার প্রতি মনোযোগী। এটি সম্পর্কের মধ্যে বিশ্বাস ও আত্মবিশ্বাস তৈরি করে, এমনটিই মত মনোবিদদের।
দাম্পত্য বা প্রেমের সম্পর্কে বিশ্বাস, মূল্যবোধ, যোগাযোগ সব গড়ে তোলা যায় চোখ দিয়েই। দু’টি মানুষের মধ্যে শারীরিক ও মানসিক যোগাযোগ রক্ষা করতেও চোখের ভূমিকা আছে।
মূলত চোখে চোখ রেখে কথা বলার ফলে সক্রিয় মিথস্ক্রিয়া হয়। এটি অংশগ্রহণকারী উভয়ের মধ্যে একটি সংযোগ তৈরি করে ওসম্পর্ককে মজবুত করে।