হজ: প্রাথমিক নিবন্ধনের সময় এগিয়ে আনল সরকার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ১৭:২৬

আগামী বছরের হজযাত্রার জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ এগিয়ে এনেছে ধর্ম মন্ত্রণালয়।


রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে।


মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ নিয়ে সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি কার্যক্রম শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে।


সাধারণত হজযাত্রীদের তাঁবু বরাদ্দ করার ক্ষেত্রে 'আগে আসলে আগে পাবেন' নীতি অনুসরণ করা হয়। এ কারণে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধনের কাজ শেষ না হলে মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।


এছাড়া তাঁবু ঠিক করাসহ সার্ভিস কোম্পানির সাথে চুক্তি করতে দেরি হলে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে পাহাড়ি এলাকা অথবা নিউ মিনা এলাকায় থাকতে হবে। তাতে প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে হজযাত্রীদের দীর্ঘপথ যাতায়াত করতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও