You have reached your daily news limit

Please log in to continue


পলাতক ১৮৭ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে ১৮৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য চাকরিতে যোগদান করেননি, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে এর জন্য চূড়ান্ত প্রস্তুতিও নেওয়া হয়েছে।

অন্যদিকে বিভিন্ন মামলার আসামি পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে বেশির ভাগ কর্মকর্তা দেশের বাইরে চলে গেছেন বলে তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে বেশির ভাগ ভারতে পালিয়ে গেছেন। এ ছাড়া দুবাই ও আমেরিকায় পালিয়ে গেছেন কেউ কেউ। পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি হত্যা মামলা হয়েছে ডিবির সাবেক প্রধান আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে রাজধানী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ৪৯টি হত্যা মামলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন