বৈশ্বিক ক্ষুধা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১২:৪৪
বিশ্ব ক্ষুধা সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের। গত বছর ১৯ স্কোর নিয়ে অবস্থান ছিল ৮১তম। এ বছর সেখান থেকে তিন ধাপ পিছিয়ে ১৯ দশমিক ৪ স্কোর নিয়ে ১২৭ দেশের মধ্যে ৮৪তম অবস্থানে গেছে বাংলাদেশ।
গতকাল শুক্রবার গ্লোবাল হাঙ্গার ইনডেক্স এই সূচক প্রকাশ করেছে। সূচক বলছে, বাংলাদেশে ক্ষুধার মাত্রা মধ্যম পর্যায়ে। দেশের ২৩ দশমিক ৬ শতাংশ শিশুর স্বাভাবিক বৃদ্ধি অপুষ্টির কারণে থেমকে গেছে।
অবশ্য ‘মধ্যম’ মাত্রার ক্ষুধার দেশ হিসেবে শ্রেণিকৃত বাংলাদেশে ২০১৬ সালের চেয়ে ক্ষুধার মাত্রা কমেছে; সে বছর স্কোর ছিল ২৪ দশমিক ৭।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ক্ষুধা
- ক্ষুধা সূচক