নিজেদের তৈরি বেশ কয়েকটি যন্ত্র থেকে প্রযুক্তি সমর্থন প্রত্যাহার করল অ্যাপল
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১১:১০
নিজেদের তৈরি পুরোনো মডেলের বেশ কয়েকটি আইপড ও একটি মডেলের আইফোন থেকে নিজেদের প্রযুক্তি সমর্থন সুবিধা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন এ সিদ্ধান্তে ফলে এখন থেকে আইপ্যড ন্যানো, আইপ্যড শ্যাফল ও আইফোন ৬ মডেলে অ্যাপলের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তা–সুবিধা ব্যবহার করা যাবে না। ফলে কারিগরি ত্রুটি হলে যন্ত্রগুলো মেরামত করা যাবে না। শুধু তাই নয়, সাইবার হামলা হুমকিতেও থাকবেন ব্যবহারকারীরা।
ম্যাক রিউমারসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি সুবিধা প্রত্যাহারের তালিকায় আইপ্যড ন্যানো ও আইপ্যড শ্যাফলসহ আইফোন ৬ রয়েছে। ২০১৭ সাল পর্যন্ত আইপডগুলো বিক্রি করা হয়েছে। আর আইফোন ৬ মডেলটি ২০১৫ সাল পর্যন্ত বিক্রি করেছে অ্যাপল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাপল
- আইফোন
- প্রত্যাহার
- অ্যাপল
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস আগে