কেন আপনার শিশু পড়তে চায় না, জানেন?
মা–বাবারা প্রায়ই অভিযোগ করেন, ‘আমার বাচ্চাটা পড়তে চায় না।’ অন্য সবদিকে মনোনিবেশ থাকলেও পড়ায় রাজ্যের আলসেমি। কেন সে এমন করে?
১. মা–বাবার বই না পড়া
মনে রাখবেন, আপনি শিশুকে যতই পড়তে বলেন না কেন, সে সেটাই করবে, যেটা আপনি করেন। শিশুরা দেখে দেখে শেখে। তাই আপনি নিজে বই না পড়লে শিশুকে যতই পড়তে বলেন না কেন, সে আগ্রহী হবে না।
সমাধান
আপনারাও বই পড়ার অভ্যাস করুন। সন্তানের সামনে পত্রিকা, বই পড়ুন। সন্তানকে পড়ানোর সময় নিজেরাও সঙ্গ দিন।
২. বইয়ের ফরম্যাটে তারা আগ্রহী নয়
ডিজিটাল এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও গেমস, ইউটিউব ভিডিও, রিলস শিশুদের খুব টানে। ছাপার অক্ষর তাদের আর টানে না। এ যেন ছাপা অক্ষরের সঙ্গে অনলাইন–দুনিয়ার অলিখিত প্রতিযোগিতা। শিশুদের প্রিন্ট বইয়ের ফরম্যাটটা যেন ভালো লাগে না। দিন দিন পড়ায় আগ্রহ হারিয়ে ফেলছে তারা।
সমাধান
এ জন্য শিশুদের মোবাইল–আসক্তিতে রাশ টানতে হবে। অর্থাৎ তাদের স্ক্রিনিং টাইম কমিয়ে আনতে হবে। বই বাছাইয়ে নতুনত্ব আনতে হবে। শিশুরা নতুন জিনিস পছন্দ করে। তাই গতানুগতিক বইয়ের পাশাপাশি তাদের পছন্দের বই দিতে পারেন। তাদের গ্রাফিক উপন্যাস বা ‘থ্রি ডি’ বই পড়তে দিন, পড়ার দিকে তাদের আগ্রহ বাড়বে। এই বইগুলোও বোঝার দক্ষতা তৈরি করবে, ধীশক্তি বাড়বে এবং অনীহা কমবে।