৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে আলিসন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৫১
শঙ্কাটাই সত্যি হলো। খুব শিগগিরই আলিসনকে পাচ্ছে না লিভারপুল। হ্যামস্ট্রিং চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান গোলরক্ষককে।
প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ৭৯তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগে আলিসনের। মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ৩২ বছর বয়সী গোলরক্ষক। তার জায়গায় লিভারপুলের জার্সিতে অভিষেক হয় ২৩ বছর বয়সী গোলরক্ষক ভিচেসস্লাভ ইয়ারোসের।
ম্যাচের পরই লিভারপুল কোচ আর্না স্লট শঙ্কা প্রকাশ করেন, অন্তত কয়েক সপ্তাহ পাওয়া যাবে না আলিসনকে। অ্যানফিল্ডের ক্লাবটি বুধবার জানিয়েছে, ছয় সপ্তাহ বাইরে থাকতে প্রথম পছন্দের গোলরক্ষককে।
- ট্যাগ:
- খেলা
- ইংলিশ প্রিমিয়ার লিগ
- চোট
- অ্যালিসন বেকার