৯২ কোটি টাকার ভবনে নেই ছাদ, নেই সিঁড়ি, আছে অগ্নিনিরাপত্তার ঝুঁকি
প্রথম আলো
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ১৩:১৫
রাজধানীর আগারগাঁওয়ে ১৪তলা ভবনটির চারপাশ কাচে ঘেরা। ওপরে ছাদ নেই, পরিবর্তে আছে লোহার কাঠামো। এ ধরনের উঁচু স্থাপনায় অগ্নিকাণ্ডের সময় জরুরি বহির্গমনের জন্য বাইরে সিঁড়ি রাখতে হয়, ভবনটিতে নেই সেটিও।
সুউচ্চ এ ভবনে ডাক অধিদপ্তর, কেন্দ্রীয় সার্কেল, আইটিসহ অন্যান্য শাখার অন্তত সাত শতাধিক কর্মকর্তা-কর্মচারী অফিস করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভবনটির অগ্নিনির্বাপণ–ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো অগ্নিকাণ্ড ঘটলে প্রাণহানি বেশি হবে।
বেসরকারি কোনো স্থাপনা নয়, সরকারের ডাক বিভাগের সদর দপ্তরের চিত্র এটি। লাল রঙের ভবনটি করা হয়েছে ডাকবাক্সের আদলে। পৌনে এক একর জায়গার ওপর ৯২ কোটি টাকা খরচে তৈরি করা ভবনটি চালু হয় ২০২১ সালে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনিয়ম
- অগ্নিকাণ্ড
- অনিয়ম-দুর্নীতি