‘হারুন-বিপ্লবদের অত্যাচার মনে পড়লে এখনো চোখে পানি আসে’
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, সাবেক গোয়েন্দা প্রধান হারুন ও বিপ্লব কুমার সরকারের অত্যাচারের কথা মনে পড়লে এখনও চোখে পানি আসে। এই দেশ ছাত্র, শ্রমিক, জনতা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করলেও শেখ হাসিনা বলতেন, ‘এই দেশ স্বাধীন করেছে আমরা বাবা। এটা আমার বাবার দেশ।’ তাই আজকে এ অহংকারের পতনের হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা কোন পথে দিয়ে, কার ইঙ্গিত দেশ থেকে পালিয়েছেন তাদের শ্বেতপত্র প্রকাশ করুন। রাষ্ট্রপতিসহ সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। সচিবালয়ে যখন শেখ হাসিনার প্রেতাত্মারা বসে থাকে তখন শহীদ সাইদ-মুগ্ধ কথার ভেবে চোখে পানি চলে আসে। শেখ হাসিনার প্রেত্মাতারা এখনো ষড়যন্ত্রের গন্ধ আমাদের নাকে আছে। এই ষড়যন্ত্র থেকে আপনাদের (অন্তর্বর্তী সরকার) বের হতে হবে।