‘যোগ্যদের না দিয়ে নিজেদের মালিককে ঋণ দেয় ব্যাংক’
ডেইলি স্টার
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ২২:৫৯
সাম্প্রতিক বছরগুলোয় দেশের ব্যাংকিং খাত সঠিকভাবে পরিচালিত হয়নি। বেশিরভাগই ব্যাংক যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ না দিয়ে দিয়েছে তাদের মালিকদের। এর ফলে বেশ কয়েকটি ব্যাংক এখন আর্থিক সংকটে পড়েছে।
এ ছাড়াও, আগের সরকার কার্যকরভাবে টাকার বিনিময় হার নিয়ন্ত্রণ করতে পারেনি। শুধু তাই নয়, তারা প্রচলিত আর্থিক ব্যবস্থার বিপরীতে কাজ করেছিল।
বিগত সরকার টাকার নির্দিষ্ট বিনিময় হার নিয়ন্ত্রণের পথ বেছে নিয়েছিল। প্রতিবেশী ভারতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) রুপির দাম কমানোর অনুমতি দিয়েছিল, যাতে এর প্রতিযোগিতামূলক বিনিময় হারে নেতিবাচকভাবে প্রভাব না পড়ে।