![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-07%252Fjbu32blp%252Fc4cdf79d-5353-4ad2-be49-43d04c6d3aad.webp%3Frect%3D77%252C0%252C671%252C447%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
১০৬৫ দিন পর ফেরা বরুণের মনে হচ্ছে ‘পুনর্জন্ম’ হয়েছে
প্রথম আলো
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ১৩:০৬
গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে ভারতের জার্সিতে অভিষেক হয়েছে দুজনের—মায়াঙ্ক যাদব ও নীতিশ রেড্ডি। বরুণ চক্রবর্তীর অভিষেক বলার সুযোগ নেই, জাতীয় দলের ক্যাপ পেয়েছেন সেই ২০২১ সালেই। তবে কর্ণাটকের এই রহস্য স্পিনারের মনে হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ‘পুনর্জন্ম’ হয়েছে তাঁর।
অভিষেকের বছরে ভারতের হয়ে ৬টি টি–টোয়েন্টি খেলেছিলেন বরুণ। এর মধ্যে প্রথম দুই ম্যাচে এক উইকেট করে পেলেও পরের চার ম্যাচে ছিলেন উইকেটশূন্য। এমন খরার পর ভারত দল থেকে যে বাদ পড়লেন, ফিরলেন তিন বছর পর বাংলাদেশ সিরিজ দিয়ে। আর ১০৬৫ দিন পর ফিরেই ৪ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট! যেটা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেটার
- বরুণ চক্রবর্তী