রঙিন পোশাকেও শুরুটা রাঙাতে পারলো না বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ২৩:১৫

সাদা পোশাকে ব্যর্থতার পর রঙিন পোশাকেও শুরুটা রাঙাতে পারলো না বাংলাদেশ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হলো হার দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫০ বল হাতে রেখে ৭ উইকেটের বড় হারের লজ্জা দিলো স্বাগতিকরা। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সুরিয়াকুমার যাদবের দল।


এর আগে গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অতিথিদের ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। একের পর এক উইকেট হারিয়ে টালমাটাল নাজমুল শান্তর দল থাকে মাত্র ১২৭ রানে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাসকিন-মুস্তাফিজদের ওপর চড়াও হয় ভারতীয় ব্যাটাররা। জয়ের বন্দরে তারা পৌঁছে যায় ১১.৪ ওভারেই।



এদিন, ভারতীয় বোলারদের সামনে প্রথম থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান এবং মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ৩২ বলে ৩৫ রান করে। শেষ পর্যন্ত পুরো ২০ ওভারও শেষ করতে পারেনি টাইগাররা। ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়।


ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। মাত্র ১৪ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে টাইগাররা। ভারতীয় পেসার আর্শদিপ সিংকে সামলাতে শুরু থেকেই হিমশিম খেতে হচ্ছিলো। প্রথম বল মোকাবিলা করে বাউন্ডারি মারার পরের বলেও বড় শট খেলতে চেয়েছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও