তথ্য-প্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগের আগ্রহ জাইকার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ২১:৫৯

তথ্য-প্রযুক্তি খাতে দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা।


বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সচিবালয়ে তথ্য-প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।


মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে বৈঠকে মন্তব্য করেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।


জাইকা প্রতিনিধি ইচিগুছি তোমোহিদে এ সময় বলেন, “বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে বড় সম্ভাবনাময় দেশ। কিন্তু বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে ভালো চাকরির সুযোগ কম। তাই আমরা বাংলাদেশে নতুন চাকরির সুযোগ তৈরি করতে চাই, পাশাপাশি বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগাতে ১০০০ তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চাই।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও