চিকিৎসা নিতে এসে উল্টো ডেঙ্গু সংক্রমণের আতঙ্ক!

ঢাকা পোষ্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৫

দেশে ক্রমেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এ জ্বরে আক্রান্তের সংখ্যা অনেকটা লাফিয়ে বাড়তে শুরু করেছে। গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রোগী বেড়েছে প্রায় তিনগুণের বেশি। এ পরিস্থিতিতে রাজধানীর অন্যান্য হাসপাতালের মতো চাপ বাড়ছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে, এ হাসপাতালে এসেও যেন নিস্তার নেই রোগী ও তাদের স্বজনদের। যেখানে নিশ্চিন্তে চিকিৎসা নেবেন, সেখানে উল্টো ডেঙ্গু সংক্রমণের আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।


সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতাল গেটসহ চতুর্পাশে জমে থাকা পানিতে দেদারসে বংশবিস্তার করছে মশা। এতে করে সেবাগ্রহীতাদের মাঝে প্রতিনিয়ত ডেঙ্গু সংক্রমণের ভয় বাড়ছে। বিষয়টি ভাবাচ্ছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদেরও। এমনকি ইতোমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কয়েকজন নার্স ও চিকিৎসক। 


রোববার (৬ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে গিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও