মর্যাদায় পিছিয়ে শিক্ষকরা, শিকার হচ্ছেন লাঞ্ছনা-হেনস্তার!
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ১০:০১
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারা দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করানোর হিড়িক পড়ে যায়। স্কুল-কলেজের প্রধানদের হেনস্তা, মারধর, এমনকি টেনে চেয়ার থেকে তুলে দপ্তর থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও ছাত্র সমন্বয়করা এই হেনস্তার হাত থেকে শিক্ষকদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ‘মান ও মর্যাদায় দিন দিন পিছিয়ে পড়ছেন আমাদের দেশের শিক্ষকরা।
এখনো প্রাথমিকের সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণির মর্যাদা পান। কম বেতন পেয়ে মানবেতর জীবন যাপন করছেন এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা। কয়েক হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কোনো বেতনই পান না।’