বিয়ের বাজার ডটকম: এক দম্পতির ভিন্ন উদ্যোগ

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ১৫:০৩

বিয়ে থেকে শুরু করে জন্মদিন কিংবা যেকোনো করপোরেট আয়োজন—সবই আজকাল মুঠোফোনের অ্যাপ আর কলে ব্যবস্থা করা যাচ্ছে। এক যুগ আগে পরিস্থিতি কিন্তু এমন ছিল না। তখনকার বিয়ের বাজার করতে ছুটতে হতো নিউমার্কেট, এলিফ্যান্ট রোড; দোকানির সঙ্গে চলত বিয়ের ডালা আর সাজসরঞ্জাম নিয়ে দর-কষাকষি, নানা বাহাস। সেই সময়েই অনলাইন প্ল্যাটফর্ম ‘বিয়ের বাজার ডটকম’ চালু করেন দুই তরুণ—চন্দ্রনাথ মজুমদার ও কল্যাণী দেবনাথ।


সেটা ছিল ২০০৩ সাল। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়ে প্রশাসন নিয়ে পড়ছিলেন চন্দ্রনাথ মজুমদার। মা–বাবার প্রত্যাশা ছিল, লেখাপড়া শেষ করে চাকরি করবে সন্তান। নিজের মতো করে কিছু করার ভাবনা থেকে চন্দ্রনাথ শুরু করেন প্রযুক্তি নিয়ে ব্যবসা। প্রযুক্তি ব্যবসা তখন আজকের মতো ছিল না। কম্পিউটার, প্রযুক্তিই–বা ব্যবহার করতেন কয়জন। তারপরও কাজটি করে যান চন্দ্রনাথ। ২০০৭-০৮ সাল থেকে বাংলাদেশে ফেসবুকের যুগ শুরু হলে অনলাইন ও ডিজিটাল দুনিয়ায় কাজ শুরু করেন চন্দ্রনাথ। অনলাইন ও অফলাইনে করপোরেট ইভেন্টের আয়োজন করতে থাকেন। গ্রাহকের চাহিদা বুঝে ধীরে ধীরে বড় বড় কাজ করা শুরু করেন। চন্দ্রনাথ জানান, ‘প্রযুক্তি ব্যবসা ও ইভেন্ট আয়োজন ভালোই চলছিল। এরই মধ্যে নতুন বুদ্ধি হিসেবে বিয়ের বাজারের কথা মাথায় আসে। সেই লক্ষ্যে ২০১২ সালে চালু করি “বিয়ের বাজার”। বাঙালি বিয়ের আয়োজনে কনে দেখা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, ছবি তোলা, রান্না—কত অনুষ্ঠানই তো থাকে। মেহেদির আলাদা অনুষ্ঠান, গায়েহলুদ, বিয়ের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। এক প্ল্যাটফর্মে এখন বাংলাদেশেই মিলছে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানের সব অনুষঙ্গ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও