বিটিভি আগে কী দেখাত, এখন কী দেখাচ্ছে
প্রথম আলো
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ১৫:১৩
‘ছি ছি, মাস্তানরা এত খারাপ’, আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান’, ‘মাইরের মইধ্যে ভাইটামিন আছে’, ‘তোরে কইছে, তুই বেশি জানস?’—বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিভিন্ন সময়ের জনপ্রিয় নাটকের কিছু চেনা উক্তি। নব্বইয়ের দশকে সম্প্রচারিত নাটকের এসব উক্তি মানুষ এখনো ভোলেনি। এমনকি ফজলে লোহানীর আশির দশকের ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানের স্মৃতিও মনে আছে প্রবীণ দর্শকদের।
পুরোনো সেই দিনগুলোর তুলনায় বিটিভির অনুষ্ঠান প্রচারের সংখ্যা দিন দিন বেড়েছে। এখন দিনে ১৮ ঘণ্টায় ৫০টির মতো অনুষ্ঠান সম্প্রচারিত হয়। স্যাটেলাইট সুবিধায় দেশের প্রায় সব জায়গায় দেখা যায় চ্যানেলটি। কিন্তু মান হারানোর কারণে আগের সেই জনপ্রিয়তা নেই বিটিভির। চ্যানেলটির প্রসঙ্গ উঠলে অনেকে এখন ঠাট্টা করে বলেন, ‘বাতাবিলেবুর বাম্পার ফলন’।