কোন অপরাধে লঙ্কান ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি
কঠিন শাস্তি শেষ পর্যন্ত পেয়েই গেলেন প্রবীন জয়াবিক্রমা। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যার মধ্যে শেষ ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার পাশাপাশি এই সংক্রান্ত কথাবার্তা ডিলিট করার অভিযোগও রয়েছে লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে।
আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসে জয়াবিক্রমার ওপর। আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগেই এমন শাস্তি পেলেন তিনি। লঙ্কান বাঁহাতি স্পিনার দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকারও করেছেন। এই ধারা অনুযায়ী,ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে দ্রুত না জানানোর ব্যর্থতা, তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র গোপন, অনৈতিক প্রভাব খাটানো ও ধ্বংস করা।অর্থাৎ ম্যাচ পাতানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে পেয়েছিলেন, সেগুলো মুছে দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ঝামেলা সৃষ্টি করেছেন।