অতিরিক্ত ঘাম নারীর জন্য এই অস্বস্তি সবসময় ভালো কোনো লক্ষণ নয়
যুগান্তর
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১৯:৫৬
ঘেমে যাচ্ছেন— নারীর জন্য এই অস্বস্তি সবসময় ভালো কোনো লক্ষণ নয় কিংবা স্বাভাবিক নয়। হরমোনের ওঠানামা জানান দেয় এই ঘামের আধিক্য। এ বিষয়ে সাবধান করলেন এইচপি ঘোষ হাসপাতালের এন্ডোক্রিনোলজিস্ট ডা. দেবারতি ভড়।
নারীর বয়স সবে ৫০ পেরিয়েছে। হঠাৎ করেই দেখছেন যখন-তখন ভীষণ ঘাম হচ্ছে। আপনি এতটাই ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন যে, পুরো জামা নিমেষে ভিজে চুপচুপে।
আমার কাছে এসে অভিযোগ— প্রচুর ঘাম হচ্ছে। ২-৩ মিনিট হাওয়ায় না থাকলেই জামা-কাপড় পুরো ভিজে যাচ্ছে। এটি একেবারেই স্বাভাবিক গরমকালের ঘাম হওয়া নয়; আর আগে এমন হতো না। হঠাৎ করেই কিছুদিন ধরে এ লক্ষণ দেখা গেছে। কেন হচ্ছে বলুন তো?— এটা অনেকের ক্ষেত্রেই হয়। যেহেতু ঘাম হওয়া স্বাভাবিক ব্যাপার, তাই অনেকেই বিষয়টা সেভাবে গুরুত্ব দেন না।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- অতিরিক্ত ঘাম