![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-02%252Fcqaugekc%252FArgentine-town.jpg%3Frect%3D13%252C0%252C3231%252C2154%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
টিয়ার আক্রমণ ঠেকাতে লড়ছে আর্জেন্টিনার এক শহর
টিয়া পাখি নিয়ে অদ্ভুত এক সমস্যায় পড়েছে আর্জেন্টিনার পূর্ব আটলান্টিক উপকূলের কাছের শহর হিলারিও আসকাসুবির বাসিন্দারা।
সবুজ-হলুদ-লাল রঙের হাজার হাজার টিয়া পাহাড় থেকে উড়ে এসে শহরে আক্রমণ করছে। জীববিজ্ঞানীদের মতে, আশপাশের পাহাড়ে বন উজাড় হয়ে যাওয়ার কারণে টিয়ার ঝাঁক লোকালয়ে চলে আসছে।
পাখিগুলো শহরের বৈদ্যুতিক তার কামড়াচ্ছে, যে কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। অনবরত চিৎকার করে বাসিন্দাদের চরম বিরক্ত করে তুলেছে। সব জায়গায় পড়ে আছে টিয়া পাখির মল।
- ট্যাগ:
- জটিল
- আক্রমণ ঠেকাতে
- টিয়া পাখি