শেখ হাসিনার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানো নিয়ে প্রশ্ন বিএনপিতে

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১৭:৪৭

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার সহযোগী ছিলেন এবং ইতিমধ্যে যাঁরা হত্যা মামলার আসামি—শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী-সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতারা এখনো গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।


দলটির নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে প্রশ্ন তুলে কয়েকজন সদস্য আলোচনা করেন। গণ-অভ্যুত্থানের দুই মাসের মাথায় এসেও অনেকে গ্রেপ্তার না হওয়া নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন।


স্থায়ী কমিটির একজন সদস্য জানান, তাঁরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখতে পেয়েছেন, পতিত শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী-সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন। তাঁদের কাউকে কাউকে ভারতের বিভিন্ন মাজার ও পার্কেও দেখা গেছে। বিএনপির নেতারা মনে করেন, হত্যা মামলার পরেও এসব আসামি কীভাবে পালালেন, কারা তাঁদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও