You have reached your daily news limit

Please log in to continue


ক্যারিয়ার ধ্বংস হলো যেভাবে গোবিন্দর

নিজের আগ্নেয়াস্ত্রের আত্মঘাতী গুলিতে আহত হয়ে আলোচনায় ফিরলেন গোবিন্দ। ভারতীয় এই অভিনেতাকে প্রায় ভুলতে বসেছিল মানুষ। নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা তিনি, অথচ হঠাৎ করেই শেষ হয়ে গেল তার ক্যারিয়ার। কিন্তু কীভাবে?

চলতি শতকের প্রথমার্ধে উল্কার গতিতে পতন হয়েছিল তারকা গোবিন্দর। গত ২৪ বছরে বলিউডের মাত্র কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। শেষবার গত পাঁচ বছর আগে তাকে দেখা গেছে 'হিরো নম্বর ওয়ান' ছবিতে। তারপর ফুরিয়ে গেলেন গোবিন্দ! কেবলই রাজনীতিতে যুক্ত হওয়ার কারণেই? এ প্রসঙ্গে বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞ কোমল নাহতা জানিয়েছিলেন, গোবিন্দার কুসংস্কার তার পতনের মূল কারণ। পরিচালক-প্রযোজক পহেলাজ নিহলানি জানান, কোনো মতবাদ, কারও কথা চট করে বিশ্বাস করে নেওয়ার স্বভাব ছিল গোবিন্দর। তার আজকের পতনের পেছনে রয়েছে এই অভ্যাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন