![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/10/02/2024-10-01t200521z_425904007_rc2tbaatn69i_rtrmadp_3_israel-palestinians-lebanon-iran.jpg)
ইরানের হামলার জবাব দিতে আলোচনায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র
ডেইলি স্টার
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১৩:১২
ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। যৌথ হামলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।
মঙ্গলবার গভীর রাতের এই হামলার জন্য ইরানকে 'চরম মূল্য' চুকাতে হবে বলে অঙ্গীকার করেছে ইসরায়েল।
ইসরায়েলের দাবি, তাদের আয়রন ডোম আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যে আঘাত হানার আগেই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।