![](https://media.priyo.com/img/500x/https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727848244-4b69c2e27800846d4e132ea608c2a660.gif)
তেল আবিবে গুলি ও ছুরি হামলায় নিহত ৭
কালের কণ্ঠ
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১২:০৯
ইসরায়েলের একটি অন্যতম প্রধান নগরী তেল আবিবে গুলি ও ছুরি হামলায় সাতজন নিহত হয়েছে। জাফা এলাকায় একজন বন্দুকধারী জনসাধারণের ওপর গুলি চালালে আরো কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুত্বর। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, মারাত্মক হামলাটি একটি রেলস্টেশনের শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে রাস্তায় বিক্ষিপ্তভাবে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বন্দুক এবং ছুরি দুটি দিয়েই হামলা চালায়। একজন হামলাকারীকে সাধারণ মানুষেরা ধরে ফেলে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ছুরিকাঘাত
- ছুরিকাঘাতে নিহত