আপনার ওয়াই–ফাই রাউটারে কি সাইবার হামলা হচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ২২:২৫

একসঙ্গে একাধিক যন্ত্রে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয় রাউটারের, যার মাধ্যমে আমরা স্মার্টফোন, ল্যাপটপ ও কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি টেলিভিশনে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের ভিডিও দেখে থাকি। স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারে থাকা তথ্য নিরাপদ রাখতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করলেও রাউটারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সচেতন নন অনেকেই। এ বিষয়ে সাইবার নিরাপত্তা-বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, রাউটারের নিরাপত্তা দুর্বলতার কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চুরি হতে পারে।

রাউটারের নিরাপত্তাব্যবস্থা জানতে যুক্তরাজ্যে বসবাসকারী প্রায় তিন হাজার ইন্টারনেট ব্যবহারকারীর ওপর এক জরিপ চালিয়েছে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ‘ব্রডব্যান্ড জিনি’। জরিপে দেখা গেছে, বেশির ভাগ ইন্টারনেট ব্যবহারকারী রাউটারের প্রাইভেসি সেটিংস ও পাসওয়ার্ড পরিবর্তন করেন না। শুধু তা-ই নয়, নিরাপত্তাব্যবস্থাও হালনাগাদও করেন না তাঁরা। ফলে রাউটারে সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও