কফি ব্যবহার করা যায় এই ১০ উপায়ে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ২২:০৩

আজ কফি দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। কফি যে কেবল ক্লান্তি দূর করতে পারে সেটাই নয়। এর রয়েছে বহুবিধ ব্যবহারও। এটি যেমন গৃহস্থালি কাজে ব্যবহার করতে পারেন, তেমনি রূপচর্চাতেও নানাভাবে ব্যবহার করা যায় কফি।



  • কফি তৈরি করার পর যে গুঁড়ো পড়ে থাকে, তা নাইট্রোজেনের মতো বেশ কিছু পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ। গোলাপ, ক্যামেলিয়া, পাতাবাহারের মতো অনেক গাছের সার হিসেবে এই ব্যবহৃত কফি খুবই উপকারী। কফি বানানোর পর টবের মাটির উপর ছড়িয়ে দিন কফি।

  • ত্বক উজ্জ্বল করতে পারে কফি। ফেস প্যাক বানাতে ১ টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ চা চামচ টক দই মেশান। ভালো করে নেড়ে মিহি পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।




  • প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল নরম করতে পারে কফি। এজন্য এক কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ কফি গুঁড়া ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। প্যাকটি গোসল করার ৪০ মিনিট আগে চুলে লাগাবেন। শ্যাম্পু শেষে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে নেবেন চুল।

  • রান্না করার পর অনেক সময় হাতে থেকে যায় গন্ধ, সাবানে যা দূর হয় না। সিঙ্কের পাশে রেখে দিন ব্যবহার করা কফির গুঁড়া। হাত ধোয়ার সময় স্ক্রাবের মতো সেটা ব্যবহার করুন। মাছ, পেঁয়াজ, রসুন, যেকোনও কি‌ছুর গন্ধ দূর হয়ে যাবে, পাশাপাশি হাত হবে নরম। 

  • নানারকম খাবার রাখার ফলে ফ্রিজে অনেক সময় দুর্গন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে পারে কফি। একটি কৌটোর ভেতর খানিকটা কফির গুঁড়া রেখে ঢাকনায় কয়েকটি ছিদ্র করে ফ্রিজে রেখে দিন। কফি গন্ধ শুষে নেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও