পলিথিন-টিস্যু ব্যাগ এবার বন্ধ হবে? বিকল্প যোগান কতটা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১০:২৬

সুপারশপে কেনাকাটা শেষ হলে হিমায়িত খাবার পলিপ্রোপিলিন বা টিস্যু ব্যাগে ভরে দেওয়া হল আবুল বাশারকে। অথচ এই ক্রেতা আগে জানতেন না কাপড়ের মত দেখতে হলেও ব্যাগটি প্লাস্টিকের তৈরি, যা পরিবেশের জন্য ভয়ানক ক্ষতির ও নিষিদ্ধও।


ব্যাগটি তৈরির উপাদান নিয়ে কথা হলে এই ক্রেতা কিছুটা চমকের সুরে শোনালেন তার অভিজ্ঞতার কথা, বলেন, “দেখতে তো কাপড়ের ব্যাগের মতই লাগে। আগে বুঝতে পারিনি, এটা ক্ষতিকর। ব্যাপারটা তো নতুন মোড়কে পুরনো সর্বনাশের মত। নতুন রূপে প্লাস্টিকের এই ব্যাগ দিয়ে তো ধোঁকাবাজি করা হচ্ছে!”


সুপারশপ ছাড়াও এমন ব্যাগে জিনিসপত্র দেওয়া হয় মুদিদোকান ও ওষুধের দোকান থেকেও, যোগ করেন ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা আবুল বাশার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও