বাংলাদেশিদের অনুপ্রবেশে বদলে গেছে ঝাড়খন্ডের জনমিতি: ভারত সরকার
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা অঞ্চলে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটেছে এবং সে কারণে সেখানকার জনমিতি বদলে গেছে। ভারতের ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবস (এনসিএসটি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল কর এক প্রতিবেদনে এই দাবি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবসের কর্মকর্তা আশা লাকড়া জানিয়েছেন, ঝাড়খণ্ডে বাংলাদেশিদের অনুপ্রবেশের কারণে সাঁওতাল পরগনা অঞ্চলে জনমিতি উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। দ্য হিন্দুকে আশা লাকড়া বলেছেন, তাদের তদন্ত নিশ্চিত করেছে যে, ‘অনুপ্রবেশ ঘটছে।’ ২৮ পৃষ্ঠার প্রতিবেদনে তাঁরা এই বিষয়ে প্রমাণও সংগ্রহ করেছেন।