দর্শকদের হাঙ্গামায় মাদ্রিদ ডার্বি রণক্ষেত্র, কী বলছেন দুই কোচ

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭

খেলার মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে যখন দুই হেভিওয়েট দল মুখোমুখি হয়, তখন উত্তেজনা ছড়ায় বেশি। খেলোয়াড়দের সঙ্গে ভক্ত-সমর্থকদের এমন অপ্রীতিকর ঘটনা ঘটে, যার ফলে ম্যাচ বন্ধ রাখা বা বাতিলও হয়ে যায়। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে ‘মাদ্রিদ ডার্বি’ রীতিমতো কুরুক্ষেত্রে পরিণত হয়েছিল। 


মাদ্রিদ ডার্বির ম্যাচটা গত রাতে ছিল মূলত লা লিগায়। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৬৪ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন এদের মিলিতাও। ম্যাচের পর গোল উদযাপন করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। তিনি এক সময় (২০১১ থেকে ২০১৪ পর্যন্ত) আতলেতিকোয় ছিলেন। মেত্রোপলিতানো স্টেডিয়ামের ভক্ত-সমর্থকেরা গত রাতে তাঁদের সাবেক খেলোয়াড়ের উদযাপন স্বাভাবিকভাবে নিতে পারেননি। ৬৮ মিনিটে দর্শকেরা খেপে যান। রিয়ালের গোলপোস্টের পেছনে কোর্তোয়াকে লক্ষ্য করে প্লাস্টিকের বোতল, লাইটার ছুড়ে মারেন। যেখানে লাইটার কোর্তোয়া জমা দেন রেফারির কাছে।  সে সময় লাউড স্পিকারে দর্শকদের উদ্দেশে রেফারি বলেছেন,  ‘এমন আচরণ বন্ধ করুন। নইলে খেলা বাতিল করে দেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও