মেহেদী র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৮ ধাপ, হাসান ৩৮

প্রথম আলো প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২

হাত ঘুরিয়েছেন ৪ ওভার, ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। সোমবার সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে এই বোলিং করে ম্যাচসেরা হয়েছিলেন মেহেদী হাসান। এবার ডানহাতি এই অফ স্পিনার ক্যারিয়ারসেরা নৈপুণ্যের স্বীকৃতি পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। হালনাগাদ টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন মেহেদী। একই ম্যাচে ১৮ রানে ২ উইকেট নিয়ে হাসান মাহমুদ এগিয়েছেন ৩৮ ধাপ।


মেহেদী, হাসানদের উল্লম্ফনের র‍্যাঙ্কিংয়ে টি–টোয়েন্টি বোলারদের শীর্ষে উঠেছেন আকিল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের কাছে জায়গা হারিয়েছেন এক বছর ধরে এক নম্বরে থাকা আদিল রশিদ।

টি–টোয়েন্টির বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে তাসকিন আহমেদ, যিনি ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে অবস্থান করছেন। মেহেদী হাসান ছিলেন ৪১ নম্বরে। সেখান থেকে ১৮ ধাপ এগিয়ে ২৩–এ উঠে এসেছেন তিনি। আর প্রথম টি–টোয়েন্টিতে ২০তম ওভারসহ গুরুত্বপূর্ণ সময়ে ভালো বোলিং করা হাসান ৩৮ ধাপ এগিয়ে এসেছেন ৪৭ নম্বরে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও