স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন?
দাম্পত্য সম্পর্ক টিকে থাকে নারী-পুরুষ উভয়ের ভালোবাসা ও বিশ্বাসের উপর। স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা সবার মধ্যেই টুকটাক ঝামেলা হয়।
তবুও কখনো সখনো দেখা যায় সবকিছু ঠিক থাকার পরও কোনো কারণে হয়তো পুরুষ সঙ্গী নারী সঙ্গীকে ঠকান। তবে কেন এমন ঘটে, চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য কয়েকটি কারণ-
লক্ষ্য ভিন্ন হলে
যদি দু’জনের লক্ষ্য আলাদা হয় সেক্ষেত্রে বাড়তে থাকে দুরত্ব। যদিও সম্পর্কের শুরুতে এসব বিষয়ে কেউই তেমন চিন্তিত হন না, তবে সময় গড়াতেই একে অন্যের প্রতি তিক্ততা বাড়তে পারে বিভিন্ন কারণে। ফলে সম্পর্কে চিড় ধরে ও সঙ্গী আপনার থেকে দূরে চলে যেতে পারেন।
কারও প্ররোচনায়
সম্পর্ক ঠিক থাকার পরও যদি কোনো পুরুষ সঙ্গীকে ছেড়ে যান সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে। এমনও হতে পারে যে, আপনার প্রেমিক হয়তো তার বন্ধু বা পরিজনদের কথায় মোটিভেট হয়েও সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- পরকীয়া
- দাম্পত্য সম্পর্ক