বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যক্রম এমপি হোস্টেলে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৪

অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ সংস্কারে যে কমিশন করেছে, সেই কমিশনের কার্যক্রম জাতীয় সংসদের এমপি হোস্টেলের এক নম্বর ব্লকে চলবে বলে জানিয়েছেন আইন সচিব মো. গোলাম রব্বানী।


রোববার বিকালে জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।


কমিশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে মঙ্গলবার থেকে।


“কমিশনের সদস্যরা বসবেন, কার্যক্রম চালাবেন সেই জায়গা ঠিকভাবে আছে কি না সেটিই দেখতে এসেছিলাম। এখানে যা দেখলাম তা এখনও তৈরি হয় নাই।


“সংসদ সচিব, গণপূর্ত সচিব, গণপূর্তের প্রধান প্রকৌশলীর সাহায্য চাওয়া হয়েছে, যাতে উনারা কাজগুলো সম্পূর্ণভাবে শেষ করে দেন যাতে আগামী ১ তারিখ থেকে বিচার বিভাগ সংস্কার কমিশন কার্যক্রম শুরু করতে পারে”, বলেন সচিব।


বাকি পাঁচ কমিশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওই পাঁচটি কমিশনের বিষয়ে গণপূর্ত থেকে ভিন্ন ভিন্নভাবে ব্যবস্থাপনা করা হয়েছে বলে আমি শুনেছি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও