কারাগার থেকে মুক্ত শীর্ষ অপরাধীরা পুলিশি নজরদারিতে: ডিএমপি কমিশনার
ডেইলি স্টার
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্ত হওয়া শীর্ষ অপরাধীরা পুলিশি নজরদারিতে আছে বলে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান জানিয়েছেন।
আজ রোববার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যারা (শীর্ষ অপরাধী) ইতোমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছে...তারা দীর্ঘ কারাবাসের পর আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। তারা আমাদের নজরদারিতে রয়েছে। নতুন করে অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর অন্তত ৪৩ জন শীর্ষ অপরাধী ও জঙ্গি বিভিন্ন মামলা থেকে জামিন পেয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে তাদের অনেকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অপরাধী
- পুলিশি নজরদারি
- মাইনুল হাসান