রাজনৈতিকভাবে সাকিবকে ‘অবস্থান স্পষ্ট করার’ আহ্বান ক্রীড়া উপদেষ্টার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৭

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, সাকিব আল হাসানকে দেশের একজন খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেওয়া সম্ভব হলেও জনগণের ক্ষোভ থাকলে সেই নিশ্চয়তা দেওয়া ‘সম্ভব নয়’।


জনগণের ‘ক্ষোভ প্রশমনে’ রাজনীতির জায়গা থেকে সাকিবের নিজের অবস্থান সবার সামনে ‘স্পষ্ট করারও’ আহ্বান জানিয়েছেন তিনি।


রোববার বিকালে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, "এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি নির্বাচন করেছিলেন। মানুষের মধ্যে এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে।”



দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ভোট করে মাগুরার এমপি হয়ে সংসদে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তখন তিনি কানাডায় সেদেশের ক্রিকেট লিগে খেলছেন।


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে গেছেন। দলের জ্যেষ্ঠ নেতারা অধিকাংশই আছেন আত্মগোপনে, কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। আন্দোলন দমাতে গুলির ঘটনায় অনেকের বিরুদ্ধেই হত্যা মামলা হয়েছে, এর মধ্যে একটি মামলায় সাকিবও আসামি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও