এস আলমের আয়কর রিটার্নে বৈদেশিক আয় দেখানো হয়নি

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ২০২২-২০২৩ আয়কর বিবরণী যেন এক 'ধাঁধা'। ওই করবর্ষে তিনি ২ হাজার ৫৩২ কোটি টাকার ব্যক্তিগত সম্পদ দেখালেও কোনো ব্যক্তিগত ব্যাংক ঋণ বা বৈদেশিক আয় দেখাননি।


তবে তিনি তার 'আত্মীয়দের' কাছ থেকে ২ হাজার ৫৪৬ কোটি টাকা ঋণ নিয়েছেন বলে উল্লেখ করেছেন। তার ট্যাক্স ফাইলটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, এই অত্যন্ত উদার 'আত্মীয়দের' বেশিরভাগই আসলে তার এবং তার পরিবারের মালিকানাধীন সংস্থা।


এই 'আত্মীয়দের' মধ্যে রয়েছে তার নিজের প্রতিষ্ঠান এস আলম অ্যান্ড কোম্পানি, সোনালী ট্রেডার্স, জেনেসিস টেক্সটাইল, এক্সেসরিজ অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, তার ফুফাতো ভাই আনসারুল আলম চৌধুরীর মালাকানাধীন কোম্পানি মেসার্স আনসার এন্টারপ্রাইজ, তার ভাই ও কোম্পানির পরিচালক ওসমান গণি ও আবদুল্লাহ হাসান প্রমুখ।


ভুয়া কোম্পানির নামে ১ হাজার ৯৭০ কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়ার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারুল আলমকে আটক করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও