০.৫ সেলফি কী জিনিস? কীভাবে তোলে এমন সেলফি?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৮

বর্তমানে বিভিন্ন প্রযুক্তির সঙ্গে সবচেয়ে অভ্যস্ত জেনারেশন হল জেন জি বা জেনারেশন জেড। ক্যামেরা, স্মার্টফোন, সোশাল মিডিয়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সবকিছুতেই রয়েছে তাদের জানা শোনা। ফলে স্বাভাবিকভাবেই, প্রযুক্তি জগতের অনেক নতুন ট্রেন্ডই আসে তাদের হাত ধরে।


এমনই এক ট্রেন্ড হল ০.৫ বা পয়েন্ট ফাইভ সেলফি। ছবি তোলার এ অনন্য ধরন, ছবিকে দেয় মজার ফ্রেম। এ বিষয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। চলুন জেনে নেই ০.৫ সেলফির আদ্যোপান্ত।


আল্ট্রা ওয়াইড লেন্স


এ সেলফির ধরন বুঝতে হলে আল্ট্রা ওয়াইড লেন্স সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন। আল্ট্রাওয়াইড ক্যামেরা একটি স্ট্যান্ডার্ড বা জুম লেন্সের তুলনায় আলাদা ফোকাল লেন্থ ও অ্যাঙ্গেল দেখায়। আল্ট্রা ওয়াইড ক্যামেরাওয়ালা প্রথম স্মার্টফোন ছিল এলজি কোম্পানির জি৫, যা ২০১৬ সালে বের হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিস। তবে, এটি মূলধারায় প্রবেশ করে আইফোন ১১’র হাত ধরে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও