গণশুনানিতে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা সংস্কারে রোডম্যাপ ঘোষণার দাবি

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৫

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাবেক সদস্য মুকুল ই-ইলাহী চৌধুরী বলেছেন, সরকারের উচিত টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা সংস্কারে গ্রাহকদের বিভিন্ন দাবি ও অভিযোগ বিবেচনা করা। মানসম্পন্ন নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুঠোফোন গ্রাহকদের মতামতবিষয়ক গণশুনানিতে এ কথা বলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের দশম বছরপূর্তি উপলক্ষে আয়োজিত গণশুনানিতে সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের বলেন, টেলিযোগাযোগ খাতের প্রতিটি ধাপে হওয়া অনিয়মের পরিমাণ কমাতে পারলে এখনই টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার দাম ১০ থেকে ১২ শতাংশ কমানো সম্ভব। প্রতিযোগিতার কথা বলা হলেও এ খাতে প্রতিযোগিতা নেই। নিয়ন্ত্রণ কমিশন এবং সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও