You have reached your daily news limit

Please log in to continue


আস্থা ফেরাতে না পারলে পদত্যাগ করুন, বিএসইসি চেয়ারম্যানকে বিনিয়োগকারীরা

সব অংশীজনের সুচিন্তিত মতামত গ্রহণের মাধ্যমে পারস্পরিক অনাস্থা দূর করে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিনিয়োগকারীরা। অন্যথায় ধারাবাহিক বাজার পতন ও অযোগ্যতার দায়ভার নিয়ে এর চেয়ারম্যানকে নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। 

আজ শনিবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামে (সিএমজেএফ) এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলেছেন বিনিয়োগকারীরা। ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ’ এর আয়োজন করে।

লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম জানান, পুঁজিবাজারসংক্রান্ত সব প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে বিগত সরকারের সুবিধাভোগীরা। ছাত্র-জনতার সরকারকে বেকায়দায় ফেলতে এবং পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টি করতে আগের কমিশনের জেড ক্যাটাগরিসংক্রান্ত উদ্যোগ বাস্তবায়নে অসৎ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন