আস্থার পরিবেশ উন্নয়নে সম্প্রসারণ হবে বিনিয়োগ : ডিসিসিআই
আস্থার পরিবেশের উন্নয়ন হলে দেশে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণ হবে বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। নিরবচ্ছিন্নভাবে পণ্য উৎপাদনের মাধ্যমে রপ্তানি অব্যাহত রাখার লক্ষ্যে বিশেষ করে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা জোরদারের পাশাপাশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনার উপর জোরারোপ করে সংগঠনটি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ডিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির দ্বিবার্ষিক পর্যালোচনা (জানুয়ারি-জুন, অর্থবছর ২০২৪) : প্রেক্ষিত বেসরকারিখাত’ শীর্ষক সেমিনারে ডিসিসিআই সভাপতি আশারাফ আহমেদ এ কথা বলেন।
আশরাফ আহমেদ সেমিনারে ২০২৪ অর্থবছরের জানুয়ারি-জুন সময়কালে অর্থনীতির সার্বিক প্রেক্ষাপটের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল প্রবন্ধে তিনি বাংলাদেশের অর্থনীতিতে বৈশ্বিক ভূ-অর্থনীতির প্রভাব, বাজেট ও মুদ্রানীতির বাস্তবায়ন অবস্থা, মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ শিল্প, সিএমএসএমই, বিদ্যুৎ ও জ্বালানি, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ এবং আর্থিক খাত নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।