জাতীয় জাদুঘর: স্থানসংকট ও সংরক্ষণের দুর্বলতায় ক্ষতির মুখে ৮৯ হাজার নিদর্শন
৪০ বছরের পুরোনো ভ্যাপসা গুদামে নেই কেন্দ্রীয় তাপনিয়ন্ত্রণ যন্ত্র। নেই বৈজ্ঞানিক পদ্ধতিতে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা। এ অবস্থায় বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, শিগগিরই তৈরি হবে বহুতল ভবন আর তাতেই সমাধান হবে নিদর্শনগুলোর প্রদর্শন ও সংরক্ষণ সংকট।
তবে এত দিনেও নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়নি। খবর নিয়ে জানা গেল, স্বয়ং প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরাই নিজেদের স্বার্থে চাননি, জাদুঘরের জন্য হোক নতুন ভবন। এভাবেই স্থানসংকট আর সংরক্ষণের দুর্বলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় জাদুঘরের প্রায় ৮৯ হাজার নিদর্শন।
রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে আছে ৯৪ হাজারের বেশি নিদর্শন। এর মধ্যে আছে দুই হাজার বছরের পুরোনো গুরুত্বপূর্ণ অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনও। নিদর্শনগুলোর ৫ শতাংশ থাকে প্রদর্শনের জন্য। বাকি সব থাকে ১৯৮৩ সালে তৈরি এ ভবনের বিভিন্ন স্টোররুম বা গুদামঘরে।