যুক্তরাষ্ট্রে হাসিনাপন্থি গোপন প্রচারে কাজী আনিসের ‘অবৈধ ও অনৈতিক’ তৎপরতার অভিযোগ
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ট্রাস্টি, ব্যবসায়ী ও লেখক কাজী আনিস আহমেদ বিদেশে শেখ হাসিনাপন্থি প্রচারে ‘গোপনে অর্থ ঢেলেছেন’ বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে ‘নেত্র নিউজ’।
সুইডেনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতার প্ল্যাটফর্ম-নেত্র নিউজ লিখেছে, মিডিয়া উদ্যোক্তা কাজী আনিস তার মালিকানার দুবাইভিত্তিক কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি ডানপন্থি লবিং কোম্পানির সাহায্যে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা চালিয়ে এসেছেন।
আর এ কাজ করতে গিয়ে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের ঝুঁকি নিয়েছেন বলেও নেত্র নিউজের ভাষ্য।
‘কীভাবে একজন মিডিয়া মোগল হাসিনাপন্থি প্রচারে অর্থায়ন করে গেছেন’ শিরোনামের ওই প্রতিবেদনের শুরুতে কাজী আনিস আহমেদের পরিচয় তুলে ধরতে গিয়ে লেখা হয়েছে, এই ব্যবসায়ী এখন ‘দোদুল্যমান পারিবারিক ব্যবসায়িক সাম্রাজ্যের’ নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে পিএইচডি করেছেন। নিউ ইয়র্ক টাইমস ও গার্ডিয়ানে প্রায়ই বাংলাদেশ নিয়ে কাজী আনিসের লেখা ছাপা হয়। লেখকদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন ইন্টারন্যাশনাল’ এর বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃত্ব দেওয়ার সুযোগ তাকে বাকস্বাধীনতার কট্টর প্রচারক হিসেবে পরিচিত করে তুলেছে।