টুপি যখন ১৭ ফুট লম্বা

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২

হরেক রকমের টুপি তো দেখতেই পাওয়া যায়। গোল, লম্বা, কোনাকৃতি—কত আকারেরই না টুপি। তাই বলে কারও মাথায় ১৭ ফুট ৯ ইঞ্চি লম্বা টুপি কে, কবে দেখেছেন! এমন এক টুপিই তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা জোশুয়া কাইজার। শুধু তা-ই নয়, টুপিটি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন তিনি। তবে এ জন্য তাঁকে রীতিমতো সাধনাই করতে হয়েছে বলা যায়।


এর আগে ২০১৮ সালে ১৫ ফুট ৯ ইঞ্চি লম্বা টুপি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন ওডিলন ওজারে নামের এক ব্যক্তি। সে রেকর্ডই এবার ভেঙেছেন কাইজার। মাথায় ইয়া লম্বা টুপি পরা ওডিলনের একটি ছবি দেখেই মূলত লম্বা টুপি তৈরি করতে অনুপ্রাণিত হন পেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী কাইজার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও