কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া ভুল তথ্য সংশোধনে মাইক্রোসফটের নতুন টুল

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮

চ্যাটজিপিটি, জেমিনি বা কোপাইলটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে দ্রুত বড় নিবন্ধ, ই–মেইল বা চিঠি লিখে দিতে পারে। আর তাই দৈনন্দিন বিভিন্ন কাজে নিয়মিত চ্যাটবটগুলো ব্যবহার করেন অনেকেই। তবে এসব চ্যাটবটের দেওয়া উত্তরে প্রায়ই তথ্যগত বিভিন্ন ধরনের ভুল থাকে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া ভুল তথ্য শনাক্ত করার পাশাপাশি সংশোধনের জন্য ‘কারেকশন’ নামের নতুন টুল এনেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, টুলটি কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া ভুল বা ভুয়া তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।


মাইক্রোসফটের ক্লাউড প্রযুক্তি অ্যাজুরের এআই কনটেন্ট সেফটি এপিআইয়ের অংশ হিসেবে কারেকশন টুলটি তৈরি করা হয়েছে। টুলটির কার্যকারিতা তুলে ধরে এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, অ্যাজুর এআই কনটেন্ট সেফটির নিরাপত্তাসুবিধা কাজে লাগিয়ে তাৎক্ষণিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া ভুল তথ্য সংশোধন করতে পারে কারেকশন টুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও