You have reached your daily news limit

Please log in to continue


চশমার বিকল্প কোনো ওষুধ কি আছে

চোখের ডাক্তারের কাছে গেলেই চশমা ধরিয়ে দেবে, কিছুদিন পরপর পাওয়ার বাড়াতে হবে, আর চশমা হয়ে যাবে সারা জীবনের সঙ্গী—সমাজে এ রকম একটা ধারণা প্রচলিত আছে। শুধু প্রচলিত আছেই নয়, এ ধারণা থেকে অনেকেই নিয়মিত চোখ পরীক্ষা করানো থেকে বিরত থাকেন। যদিও বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো উচিত, বিশেষ করে শিশু এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের।

চশমা আসলে কেন প্রয়োজন, কাদের দরকার, কিছুদিন ব্যবহার করার পর কি চশমা থেকে মুক্তি পাওয়া যাবে, এ রকম নানান প্রশ্ন আমাদের মনে আসে। আসুন এ সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো দূর করি।

যাদের দূরের বা কাছের দৃষ্টির ত্রুটি চশমা দিয়ে ভালো হয়, তাদের চশমা ব্যবহার করে যেতে হবে। সাধারণত জন্মগতভাবে কারও চোখের আকৃতি স্বাভাবিকের তুলনায় কম বা বেশি থাকলেই তাদের চশমা প্রয়োজন হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন