এই ৭ জিনিস অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে পরিষ্কার করবেন না

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৩

অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ খুবই কাজের জিনিস। কোনও কিছু দ্রুত পরিষ্কার করার জন্য এটি দারুণ কার্যকর। ক্ষতিকারক জীবাণু মেরে ফেলে এই ওয়াইপ। তবে কিছু জিনিস এটি দিয়ে পরিষ্কার করতে যাবেন না।



  • শিশুদের খেলনা পরিষ্কার করবেন না অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে। কারণ এগুলোতে রাসায়নিক থাকে। শিশু যেহেতু খেলনা মুখে দেয়, সেহেতু এই ধরনের ওয়াইপের ব্যবহার তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। এর পরিবর্তে ভিনেগার এবং পানি মিশিয়ে পরিষ্কার করুন শিশুর খেলনা। 

  • আর্দ্রতা শোষণ করে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে পরিষ্কার করবেন না। যেমন ফোম বা কার্পেট। এতে এগুলো নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। 

  • রান্নাঘরের কাউন্টার অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে মোছার প্রয়োজন নেই। এতে অনেক ধরনের জীবাণু থাকে যা কেবল এই ধরনের ওয়াইপ দিয়ে পরিষ্কার করা যথেষ্ট নয়। বরং সাবান ও গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন কিচেন কাউন্টার। 

  • অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপসের রাসায়নিক এবং অন্যান্য উপাদান ক্ষতি করতে পারে কাঠের। তাই কাঠের জিনিস এটি দিয়ে মুছবেন না। 

  • অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপগুলোতে থাকা রাসায়নিক এবং অ্যাসিড মার্বেল এবং গ্রানাইটের মতো সিল করা পৃষ্ঠের পোলিশ নষ্ট করে ফেলতে পারে। তাই এগুলো পরিষ্কার করতে যাবেন না ওয়াইপ দিয়ে। 

  • চামড়ার ব্যাগ বা জুতা পরিষ্কার করবেন না ওয়াইপ দিয়ে। কারণ অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপে অ্যালকোহল থাকে যা চামড়ার তৈরি জিনিসকে শুষ্ক করে ফেলে। 

  • খাওয়ার আগে বা খাওয়ার সময় অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে হাত কখনও পরিষ্কার করবেন না। কারণ ওয়াইপ ত্বকে অবশিষ্টাংশ রেখে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও হাতে থাকা সব জীবাণু এবং ব্যাকটেরিয়া এই ওয়াইপগুলো দিয়ে মুছে ফেলাও সম্ভব না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও