যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননে চলছে হামলা
লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটিতে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৯২ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখে যুদ্ধবিরতি নিয়ে সামনের দিনগুলোতে আলোচনা চালিয়ে যেতে ‘সম্মত’ বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল শুক্রবার লেবাননের শেবা এলাকায় ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে চার শিশুও রয়েছে। এ নিয়ে গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ৭০০ জনের বেশি নিহত হয়েছেন।
এ ছাড়া লেবানন ও সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ হামলা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এ কথা জানিয়েছে।