ইসলামী ব্যাংকের শেয়ারে দরপতনে সূচকেরও বড় পতন
তালিকাভুক্ত ২৮ কোম্পানিকে জেড শ্রেণিতে স্থানান্তরের দিনে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় ৭৬ শতাংশেরই দাম কমেছে। তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ কমে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে নেমেছে।
তালিকাভুক্ত ২৮ কোম্পানিকে দুর্বল মানের শ্রেণিভুক্ত করার পাশাপাশি ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করায় পুঁজিবাজারে কিছু নেতিবাচক প্রভাব পড়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বুধবার ডিএসইকে এই তদন্তের নির্দেশ দেয়। তদন্তের খবরে এদিন ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ৬ টাকা বা সাড়ে ৮ শতাংশ পড়ে যায়। এটিও বাজারের পতনে বড় ভূমিকা রেখেছে।